ঝিনাইদহে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্ধোধন
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে প্রথমিক শিক্ষা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা সপ্তাহের উদ্ধোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো: আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, পিটিআই সুপারেনডেন্ট আতিয়ার রহমান, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, হাসান মাছুদ, হামিদুল ইসলাম, ইশতিয়াক আহমেদ ও ফেরদৌস আরা।
বক্তারা দেশের প্রতিটি শিশুকে শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব দেন তারা।