ঝিনাইদহের জাহাঙ্গীর মানেই এক ব্যতিক্রমের নাম
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর থানার কুলফাডাঙ্গা গ্রামের আবু তাহের ছেলে মো: জাহাঙ্গির আলম! পেশায় এক জন কীটনাশক ব্যবসায়ী, ডিগ্রী ভর্তি হবার পর বিভিন্ন কারণবশত লেখাপড়া করেননি, বর্তমান টিউশনি কোচিং বাণিজ্যের টাকা ছাড়া ভাবাই যায় না।
ব্যতিক্রম মানসিকতার সাদা মনের মানুষ জাহাঙ্গীর আলম গণিত মত গুরুত্বপূর্ণ সাবজেক্ট- ফ্রি শিক্ষা প্রদান করছেন।
২০১১ থেকে চলমান বর্তমানে ৪৭ জন শিক্ষার্থী নিয়মিত শিক্ষা দিচ্ছেন প্রথম ব্যাচ ফজরের নামাজ শেষে শুরু করেন! দ্বিতীয় ব্যাচ মাগরিব পর থেকে এশার আজান পর্যন্ত, জাহাঙ্গীর আলম নিজ খরচে তার নিজ বাড়ি পাশে একটা ঘর করে চেয়ার টেবিলের বৈদ্যুতিক ব্যবস্থা করেছেন।
কুলফাডাঙ্গা ও পার্শ্ববর্তী মায়াধর পুর তেঁতুল বাড়িয়া ডাকাতিয়া গ্রামের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা নিতে আসেন, জাহাঙ্গীর আলমের কাছে।
এই এলাকার অনেক শিক্ষার্থীর পিতার সাথে কথা বলে জানতে পারা যায়- সত্যিই অসাধারণ একটা ভালো কাজ করছে জাহাঙ্গীর আলম।
এছাড়াও জাহাঙ্গীর আলম ২০১৯ সন জুন মাস থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করবেন। চলতি বছরে জাহাঙ্গীর আলম- আদ্-রুস প্রাইভেট,মা সমাবেশের আয়োজন করেছিলেন।
জাহাঙ্গীর আলম এর এই নিদর্শন এলাকার মানুষের মুখে মুখে প্রশংসনীয়।