কালীগঞ্জ
ফেসবুকে স্ট্যাটাসেই মিললো প্রতিবন্ধীর হুইল চেয়ার
শিপলু জামান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে দশ বছরের প্রতিবন্ধি মিথিলাকে হুইল চেয়ার দিয়েছে পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। মিথিলা কালীগঞ্জ পৌর শহরের কলেজপাড়ার ভ্যানচালক খোকন দাসের মেয়ে।
শুক্রবার দুপুরে শহরের ভূষণ রোডস্থ মেয়রের নিজ কার্যালয়ে হুইল চেয়ারটি তার পরিবারের কাছে তুলে দেন। এসময় সেখানে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার কালীগঞ্জে বিভিন্ন ফেসবুকে মিথিলা দাসের জন্য একটি হুইল চেয়ার চেয়ে স্ট্যাটাস দেন। বিষয়টি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষনিকভাবে তিনি কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিনে।
এরপর শুক্রবার দুপুরে মিথিলার মা আয়না দাসের কাছে চেয়ারটি হস্তান্তর করেন পৌর মেয়র আশরাফ।