ঝিনাইদহে অনিয়মই যখন নিয়ম!
গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের চুয়াডাঙ্গা মহাসড়কের দু-পাশে অনিয়ম যখন নিয়মে পরিনিত হয়েছে। প্রশাসনের নিরব ভুমিকার কারণে সাধারণ মানুষ অসাধু ব্যবসাী বা সুযোগ সন্ধানী মানওষদের কাছে দিনের পর দিন জিম্মি হয়ে পড়ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী কাঠ, বাঁশ, বালি রেখেছে রাস্তার দুপাশ দিয়ে ফুটপাতে বছরের পর বছর। আবার কেউ গ্যারেজ মালা মাল রেখে পথচারিদের চলা চলে বিঘ্ন সৃষ্টি করছে দিনের পর দিন।
এতে করে নিয়মিতভাবে সাধারণ মানুষ বিড়ম্বনার স্বীকার হচ্ছে। তারা দুর্ঘটনার স্বীকার হচ্ছে কিন্তু দেখার কেউ নেই।
এই দায় কার উপর পড়বে, পথচারি ও গাড়ি চালকরা কর্তৃপক্ষের কাছে এমনটি প্রশ্ন রেখেছে।
বর্তমান ঝিনাইদহ চুয়াড়াঙ্গ মহাসড়ক দুই ধারে কাঠ, বাঁশ, বালি, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা গড়ে উঠেছে যার কারনে রাস্তার দুইধারে এক বিভিীষিকাময় পরিবেশ সৃষি।ট হয়েছে।
বৈডাঙ্গ বাজার, ডাকবাংলা ত্রিমহনি, থেকে সাধুহাটি বাজার পর্যন্ত যত্রতত্র সমস্ত প্রকার যান চলাচলের উপর বিঘ্ন সৃষ্টি করছে। কিন্তু এর কোন প্রতিকার নেই।