নুসরাতের খুনীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহের চোখঃ
ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুশরাত জাহান রাফি’কে যৌন হয়রানি ও অগ্নিসংযোগে হত্যাকারী সিরাজউদ্দৌলা সহ সকল সহযোগীদের ফাসির দাবিতে ঝিনাইদহে এইড সিজিবিভি প্রকল্প ও এইড জেন্ডার কমিটি এবং সমমনা বেসরকারি সংস্থাসমূহের যৌথ আয়োজনে নুসরাত জাহান রাফির ধর্ষক ও খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্র স্থানীয় পোস্ট অফিস মোড়ে অদ্য ০৮ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ (২১ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ) সকাল ১০.০০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এইড ফাউন্ডেশন এর পক্ষে বক্তব্য প্রদান করেন এইড সিজিবিভি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব খন্দকার আশরাফুন্নাহার আশা। উক্ত মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, এইড ফাউন্ডেশন এর উপকারভোগীসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন একের পর এক বিচারহীনতাই অপরাধের প্ররোচনা যোগাই। তারা বলেন তনু, আফসানা, রিশার মত যেন নুশরাতের হত্যাকারীরা পার না পাই, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান। এসময় বক্তারা নুশরাতের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি জানান।