অন্যান্য

আসছে নতুন টেলিভিশন চ্যানেল ‘শিক্ষা’

ঝিনাইদহের চোখঃ

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই আসছে ‘শিক্ষা’ নামের নতুন টেলিভিশন চ্যানেল। দেশের প্রথম শিক্ষাভিক্তিক টেলিভিশন চ্যানেল চালুর সব প্রস্তুতি শেষ করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

ঝরে পড়া শিক্ষার্থীদের মূল শিক্ষায় ফিরিয়ে আনতে ১৯৯২ সাল থেকে কাজ করছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নিজস্ব শিক্ষা কেন্দ্রের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে তারা।

তবে আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব টেলিভিশন চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে তারা স্টুডিও এবং সম্প্রচার টাওয়ারও নির্মাণ করেছে।

টেলিভিশন চ্যানেলটি স্থাপনে পরিকল্পনা কমিশনে দুশ’ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও দেশের ৯২টি কেন্দ্রের সক্ষমতা বাড়াতে ৭শ’ মিলিয়ন ডলারের প্রকল্পও নিয়েছে।
বিজ্ঞাপন

তথ্য প্রযুক্তি নিয়ে যারা কাজ করেন তারা বলছেন, বর্তমান সময়ে টেলিভিশনের সঙ্গে ইন্টারনেটভিত্তিক প্রযুক্তিকে প্রাধান্য দেয়া উচিত।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি কার্যক্রমে বর্তমানে লেখাপড়া করছে প্রায় ৬ লাখ শিক্ষার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button