ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০টি বাড়ি ভাংচুর
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু-গ্রপের সংঘর্ষে, নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
এসময় ২০টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। গেলরাত ১১ টার দিকে সদর উপজেলার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফারুকুজ্জামান ফরিদ এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই রাতে ইউনিয়নের পরানপুর, শীতারামপুর ও কান্দড়া গ্রামে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। সেসময় ও কমপক্ষে ২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অরিক্তিত পুলিশ মোতায়েন করা হয়েছে।