ঝিনাইদহের চোরকোল- লক্ষীপুর সড়কের বেহাল দশা
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল- লক্ষীপুর সড়কে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। দীর্ঘ দিন সংস্কার না করায় সড়কের মধ্যে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের ওয়াড়িয়া গ্রামের দাসরপাড়ার নিকট কালভার্টটি ভেঙে বেহাল দশায় পরিনত হয়েছে। প্রতিদিন হাজার হাজার পথচারি চরম দূর্ভোগে পড়তে হচ্ছে।
খোঁজনিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাথে যোগাযোগের এই সড়কটি গুরুত্বপূর্ন। প্রতিদিন এ সড়ক দিয়ে অতিকষ্টের সাথে চলাচল করছে ছোট বড় যানবহন, আলমসনাধু সড়কটি দিয়ে চরম ঝুকি নিয়ে চলাচল করছে। সড়কটি ঠিক কবে কোন সময় পিচঢেলে পাকা করন করা হয়েছে অধিকাংশ লোকজনই ভুলে গেছে।
সরেজমিন দেখা গেছে, সড়কটির বিটুমিন, পাথর খোয়া অনেক আগেই উঠে গেছে। বোঝার উপায় নেই পাথর খোয়া আর বিটুমিনের তৈরি সড়ক। সড়কের মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। কোন কোন জায়গায় ইটের গুড়া আর মাটি দিয়ে সংস্কার করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে, তা স্পষ্ট দেখে বোঝা যাচ্ছ। যানবহন সাইড দিতে গেলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। অল্প সময়েই নষ্ট হচ্ছে
যানবহনের যন্ত্রপাতি।
বিষয়টির দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগীরা।