পাঠকের কথা
মধুর শৈশব–সালমা ইসলাম
ঝিনাইদহের চোখঃ
মাগো আমার মধুর শৈশব দাও ফিরিয়ে দাও
মাগো আমার খেলার সাথিরা কোথায় গেছে চলে, আম বাগানে দুপুর বেলা খেলার সাথি মিলে প্রজাপতি ও ঘাস ফড়িং ধরতাম ঝাউয়ের বনে।
মাগো আমার মধুর শৈশব দাও ফিরিয়ে দাও
নাটাই ঘুড়ি হাতে নিয়ে ছুটতাম দূরের মাঠে,
কলার ভেলা ভাসিয়ে দিতাম নদীর জলের বুকে, শাপলা শালু তুলতাম খেলার সাথি মিলে।
শিমুল, তমাল, হিজল গাছে নিত্য পাখির ডাক
রাত গভীর হলে হুতুমপেঁচার ডাকে
মাগো তোমার ঝাপটে ধরতাম খুব শক্ত করে।
মাগো আমার মধুর শৈশব দাও ফিরিয়ে দাও
রাখাল ছেলের বাঁশির সুর বাজছে আমার কানে।
মাঝির কণ্ঠে ভাটিয়ালি উজান ,ভাটির নায়ে
কলসী কাখে গায়ের বধু জল নিতে আসে
নিত্য দিনের সুখ, দুঃখ কয়সে কারো সাথে।
মাগো আমার মধুর শৈশব দাও ফিরিয়ে দাও
বড় হওয়ার এত জ্বালা বুঝতাম যদি আগে
তোমার আঁচল ছায়ায় থাকতাম চিরকালে
দুঃখ, বেদনা কোনদিন পারতো না আমায় ছুঁতে।