সেজিয়া প্রবাসীকল্যাণ সংস্থার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন
সেলিম রেজা, ঝিনাইদহের চোখঃ
প্রতি বছরের ন্যায় এবার ও ঈদুল ফিতর উপলক্ষে ৩রা জুন সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির সেজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে উপজেলার বিভিন্ন ইউপির ২শত জন অসহায়,দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ পন্য সামগ্রী বিতরন করা হয়েছে।
সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সেজিয়া প্রবাসী কল্যাণসংস্থার সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,৬নং নেপা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান সামসুল আলম মৃধা।
এছাড়াও উপস্থিত ছিলেন,সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউজ্জামান,সাংবাদিক সেলিম রেজাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২শত জন অসহায় প্রতিবন্ধীদের মধ্যে সয়াবিন তৈল,সেমাই,চিনি,সাবান,হুইল পাউডার,কিচমিচসহ ৬ প্ররকার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।