ঝিনাইদহে দেশের মঙ্গল কামনায় মহানামযজ্ঞ অনুষ্ঠিত
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
দেশমার্তৃকার সকল জননীর সন্তানের মঙ্গল কামনায় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের শ্রীপুর গ্রামের অমল বিশ্বাসের নিজ বাসভবনে মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩জুন) ভোরে মহাপ্রভুর ভোগ আরতীর মধ্য দিয়ে ১৬ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ মঙ্গলকামনায় শেষ হয়।
এ মহানামযজ্ঞে দেশের বিভিন্ন স্থানের ৬টি দল অংশ গ্রহণ করেন। দলগুলো হল- গোপালগজ্ঞের রাই রাখাল সম্প্রদায়, ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুরের বাবা নবাই সন্যাসি সম্প্রদায়, যশোর চৌগাছার ব্রজ গোপাল সম্প্রদায়, চুয়াডাঙ্গার ভাই ভাই সম্প্রদায়, যশোরের নিত্যানন্দ সম্প্রদায় এবং স্বাগতিক নব মনি কিশোর সম্প্রদায়।
গত ১০ জুন সোমবার শুভ অধিবাসের মাধ্যমে দেশমার্তৃকার সকল জননীর সন্তানের মঙ্গল কামনায় মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয় এবং ১১, ১২-জুন তারক ব্রহ্ম মহানাম এবং ১৩ জুন ভোররাতে মহাপ্রভুর ভোগ আরতির মধ্যদিয়ে ১৬ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ শেষ হয়। অনুষ্ঠানে শত শত ভক্তের পদচারনায় মুখরিত হয়ে উঠে ছিল এলাকাটিতে।