ধর্ম ও জীবন

ওমরাহ পালনে এ বছর শীর্ষে রয়েছে যেসব দেশ

ঝিনাইদহের চোখঃ

চলতি বছর সৌদি হজ মন্ত্রণালয় সারা বিশ্ব থেকে ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬টি ওমরা ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সৌদি আরবে ওমরা পালন করেছে ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন। খবর আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সির রিপোর্ট অনুযায়ী এখনও সৌদি আরবে ৫ লাখ ৪ হাজার ৮০৯ জন উমরাহ পালনকারী অবস্থান করছেন। এর মধ্যে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যথাক্রমে ২ লাখ ৭৮ হাজার ৩৬৮ ও ২ লাখ ২৬ হাজার ৪৪১ ওমরাহ পালনকারী অবস্থান করছেন।

সবচেয়ে বেশি সংখ্যক ওমরাহ যাত্রী ৬৫ লাখ ৫০ হাজার ৫২০ জন বিমানযোগে, ৭ লাখ ৭ হাজার ৯৯৫ জন সড়ক পথে এবং ১ লাখ ৩৫ হাজার ১৮২ জন নৌপথে সৌদি আরব প্রবেশ করেছেন।

ওমরাহ পালনকারী শীর্ষ দেশগুলো হলো-
>> পাকিস্তান : ১৬ লাখ ৫৭ হাজার ৭৭৭ জন।
>> ইন্দোনেশিয়া : ৯ লাখ ৬৭ হাজার ১২৫ জন।
>> ভারত : ৬ লাখ ৫০ হাজার ৪৮০ জন।
>> মিসর : ৫ লাখ ৩৯ হাজার ৪৫ জন।
>> আলজেরিয়া : ৩ লাখ ৬৫ হাজার ৬২৮ জন।
>> ইয়েমেন : ৩ লাখ ৩৮ হাজার ৬১৮ জন।
>> তুরস্ক : ৩ লখ ২১ হাজার ৪৯৪ জন।
>> মালয়েশিয়া : ২ লাখ ৭৮ হাজার ৬৭৪ জন।
>> ইরাক : ২ লাখ ৭৭ হাজার ৫৭১ জন।
>> জর্ডান : ২ লাখ ১৬ হাজার ১৬৫ জন।

যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেন শীর্ষ ৬-এ অবস্থান করলেও অনেক মুসলিম দেশ নেই এ তালিকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button