ঝিনাইদহে জ্ঞানের আলো ছড়াচ্ছে ভ্রাম্যমান বিদ্যালয়
শিপলু জামান, ঝিনাইদহের চোখঃ
ভিক্ষা নয়, শিক্ষায় হোক প্রতিটি শিশুর অধিকার স্লোগানটিকে সামনে রেখে জ্ঞানের আলো ছড়াচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জের ভ্রাম্যমান বিদ্যালয়।
ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষিত বেকার যুবকদের উদ্দেগ্যে তৈরি হয়েছে পথ শিশুদের জন্য ভ্রাম্যমাণ বিদ্যালয়“ রদ্দুর ”, যেখানে পথশিশুরা বিনা পয়সায় পড়া শোনা করতে পারছেন।
প্রতিদিন সকাল বিকাল কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ স্টেশন, কাশিপুর বেদে পল্লী, আড়পাড়া, দর্গাপাড়ায় সুবিধা বঞ্চিত পথ শিশুরদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন বেকার যুবকরা । নিজেদের লেখাপড়ার পাশাপাশি পথ শিশুদের পাঠ দান করছেন তারা। শ্রেণী কক্ষ না থাকায় গাছের নিচে খোলা আকাশে পথ শিশুদের নিরলস ভাবে পাঠদান করে যাচ্ছেন
ভ্রাম্যমাণ বিদ্যালয়“ রদ্দুর ”।
রোদ্দুর এর প্রতিষ্ঠাতা সদস্য ওয়াসিফ রাব্বির সাথে কথা বলে জানা যায় তারা বর্তমানে বিনা বেতনে ৩৬ জন পথশিশুকে পড়াচ্ছেন। তারা কমলমতি শিশুদের মাঝে বাংলা, ইংরেজী ,গণিত , ধর্মচর্চা পাঠ দান দিয়ে থাকেন । ৮জন শিক্ষিত বেকার যুবক মিলে নিজেদের হাত খরচের টাকা জমিয়ে বাচ্চাদের জন্য খাতা ,কলম,বই ও শিক্ষাদানের জিনিস ক্রয় করে পাঠদান দিয়ে থাকেন । ভ্রাম্যমান
বিদ্যালয়ের শিক্ষিকা দিলরুবা ইয়াসমিন জলি বলেন, পথ শিশুদের মাঝে বিনাবেতনে গাছের নিচে খোলাআকাশে বসে পাঠ দান করে যাচ্ছি । আমরা চায় প্রতিটি শিশুর মাঝে শিক্ষার আলো জ্বলে উঠবে । পথশিশু ইলা জানান, আমি নিয়মিত স্কুলে যাই । লেখাপাড়া শিখে অনেক বড় হতে চায় ।
এ ব্যাপারে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, পথ শিশুদের লেখাপড়া জন্য সর্ব রকম সাহায্য সহযোগিতা করে যাব । সরকারী বা বে-সরকারী সংস্থার সাহায্য সহযোগিতা পেলে তারা তারও অনেক শিশুকে শিক্ষাদান করতে পারবে বলে আশাবাদী।