পাঠকের কথা
হেরে যেতে চাই–গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
আমায় যাও হারিয়ে দাও হারিয়ে
আমি হেরে যেতে চাই
তুমি আমায় হারিয়ে দিলে সুখি হবো তাই
আমি হেরে যেতে চাই।
তোমার বাহুবলে তুমি বুকে রাখো চেপে
আমি যেনো শ্বাসাঘাতে ভয়ে উঠি কেঁপে
সয়না দেহের জ্বালা পরিয়ে দাওনা মালা
যে মালাতে আমি মনের সুখ খুঁজে পাই।
আজো সেই সন্ধ্যা আসে সূর্য্য ডুবে পাটে
রাতের পাখি না এলে কি ভালোলাগে রাতে?
আমি তো আছি বসে সময় যাচ্ছে বাজে
ভালো হতো তুমি যদি আসতে রণসাজে
মিটতো মনের আশা সুখেতে হতো ভাসা
হারিয়ে যেতাম হার মানালে এটুকু জানাই।