শৈলকুপা

দাঙ্গা হাঙ্গামা রোধে ঝিনাইদহ এসপি’র কঠোর হুশিয়ারী

#ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা ও দাঙ্গা হাঙ্গামা রোধে বিশেষ আইন শৃঙ্খলা এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোন্দাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা পুলিশের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান, শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু প্রমুখ।

এছাড়াও উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হাকিমপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জিকুসহ অন্যান্যরা উপস্থিত থেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার হাসানুজ্জামান তার বক্তব্যে বলেন, শৈলকুপায় অনেক শিক্ষিত ও জ্ঞানি-গুনি মানুষের জন্ম। তবে এ উপজেলায় সামাজিক মারামারি, ক্যাইজা ও লুটপাটের ঘটনা তুলনামুলক বেশী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর ভূমিকা রাখবে। যদি কেউ মারামারি ক্যাইজা ও লুটপাট করতে চান তাহলে পুলিশ তার প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে।

তিনি সামাজিক সমস্যা নিরসনে উপস্থিত সকলকে হুশিয়ারী দিয়ে বলেন, যার যার বাড়িতে সেই সেই শান্তিতে ঘুমাবে। যদি কেউ বাধাগ্রস্থ্য করে বা ভয়ভীতি দেখায় অথবা আইন নিজের হাতে তুলে নেয় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে, সে যেই হোক না কেন? আপনাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button