ঝিনাইদহ সদর

ঝিনাইদহে জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে কর্মশালা

#সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ

রবিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের কনফারেন্স রুমে জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তর কর্তক আয়োজিত রিসার্স ফর ডেভেলপমেন্ট এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আযুব হোসেন ।

আলোচনা রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্যসেবা ও শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলাম,জুনিয়ার স্বাস্থ্যসেবা ও শিক্ষা অফিসার আব্দুর রহমান।কর্মশালায় ২৫জন ৩০ উর্ধে মহিলারা অংশ নেন।ঢাকার শান্তিনগর ২৬,চামেলীবাগ এর বেসরকারী কনসাল্টিং ফার্ম রিসার্স ফর ডেভেলপমেন্ট এর সহযোগিতায় কর্মশালায় স্থানীয় সাংবাদিক সাজ্জাদ আহমেদ,ডাক্তার,স্বাস্থ্য সেবিকা, ৩০ উর্ধে মহিলা,উন্নয়ন কর্মি ৩৫জন মানুষ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আযুব হোসেন বলেন, ৩০ উর্ধে মহিলাদের প্রত্যেকেরই ভাযা করা দরকার।৫বছর পর পর একবার করে অন্তত স্বাস্থ্য সেবা জানার জন্য ও সুস্থ থাকার জন্য পরীক্ষা করা দরকার।

ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা হাসপাতালে ভায়া পরীক্ষা হয়। সবাইকে জানা দরকার ।আপনাদের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার ও স্থন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালার জেনে সবাইকে জানানো দরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button