কলার হাটের কারণে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যানজট
#ঝিনাইদহের চোখঃ
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর নামক স্থানে রাস্তার উপর কলার বাজার বসায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। দেশের উত্তোরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের প্রবেশ পথের রাস্তায় সৃষ্ট যানজটের কারণে বিপুল সংখ্যক মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।
এদিকে জায়গাটি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। সৃষ্ট যানজটের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা সময়মত বিশ্ববিদ্যালয়ে পৌছাতে পারছেন না।
এই অঞ্চলের অসুস্থ রোগীরা কুষ্টিয়া শহরে উন্নত চিকিৎসা গ্রহন করতে যেতেও ভোগান্তীর শিকার হচ্ছেন।
এবিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন,”মধুপুরে কলার বাজারের জ্যামের বিষয়ে আমরা অবগত আছি এবং এ বিষয়ে পূর্বে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। মোবাইল কোর্টের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছিল। কিন্তু আবারো সেই সমস্যার সৃষ্টি হয়েছে।
আমরা অতিশীঘ্রই এবিষয়ে যথাযথ প্রসাশনিক ব্যবস্থা গ্রহণ করবো”।