তুমি যখন পাহাড় ছিলে—সালমা ইসলাম
#ঝিনাইদহের চোখঃ
তুমি যখন পাহাড় ছিলে, তোমার বুকে মাথা দিয়ে তোমাকে শক্ত ভাবে ঝাপটিয়ে ধরে বলেছিলাম এভাবে অটুট থেকো সারাটা জীবন ধরে, আমি ঝর্ণা হয়ে বহে চলব ছন্দে ছন্দে তোমার বুকে।
তুমি আর পাহাড় রহিলে না হয়ে গেলে সমভূমি, তোমারও ইচ্ছা জাগল নদী হওয়ার,তুমি এখন বহে চলো নিরবধি।
তোমার জলঙ্গীর ঢেউয়ে খেলা করে রাজহংস ,হংসী, পানকৌড়ির ডুব সাঁতার ,গায়ের বধু কলসি কাখে পানি নিয়ে হেটে জলে হেলে দুলে।
তুমি অকাতরে বিলিয়ে সুখ পাও
তাই ছুটে চলো দিগন্ত ছুৃৃয়ে ছুঁয়ে,
তাই বলে আমাকে স্বার্থপর ভেবো না।
আমি শুধু তোমাকে আঁকড়িয়ে বাঁচতে চেয়েছিলাম নয় অন্য কোনখানে।
আমারও এখন ইচ্ছা করে মন খারাপের বিকেলে বৃষ্টি হয়ে ঝরে যেতে
তোমর বুকে রিমিঝিমি শব্দ তুলে,
তুমি কি সুখ পাবে আমার আগমনে?
যদি চৈত্রের তাপদাহে শুকিয়ে যাও
আমাকে ঈশারায় ডেকো, আমি তোমাকে শীতল পরশ দিয়ে ভরিয়ে দিবো,
আমায় তুমি উপেক্ষা করে বাঁচতে পারবে না বেশিদিন ধরে।