ঝিনাইদহে অবৈধ সার কারখানা সিলগালা
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলার সদর উপজেলার ১৬ মাইল এলাকায় সার তৈরির একটি অবৈধ কারখানা সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা এ অভিযান পরিচালনা করেন। এসময় মালিক ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আসাদুল ইসলামকে (৪৫) এক মাসের কারাদণ্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ১৬ মাইল এলাকায় একটি সার তৈরীর অবৈধ কারাখানা গড়ে উঠেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১৭.৪ টন ম্যাগনেশিয়াম সালফেট, ১০ টন এসিড, ৪টন জিংঙ্গ সালফেট ও কাঠের গুড়া জব্দ করা হয়। আটক করা হয় কারখানা মালিক আসাদুল ইসলামকে। পরে আদালত বসিয়ে আসাদুলকে ১ মাসের কারাদন্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি সিলগালা করে আদালত।
ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফকখারুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।