ঝিনাইদহ সদরটপ লিড
এমন এ্যাকশন বার বার দেখতে চায় ঝিনাইদহের মানুষ
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে নবগঙ্গা নদীর ভেতর তৈরী করা হচ্ছিল টয়লেটের বিশাল হাউজ । কোন নিয়ম নিতির তোয়াক্কা না করেই কাজটা করছিলেন এলাকার প্রভাবশারী ব্যাক্তি আল্ফাজ উদ্দীন।
সদর উপজলা পশাসন সূত্রে জানা যায়, তাকে বার বার নির্দেশনা দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তাকে নদীর জায়গা ছেড়ে কাজ করতে বলা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের নির্দেশে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা অবৈধ ওই স্থাপনা অপসারণের জন্য অভিযান পরিচালনা করে।
এসময় স্থানীয় ক্যাম্পের পুলিশ ফোর্স ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার,ইউএলএও এবং গ্রাম পুলিশ সদস্যরা।
এলাকাবাসী এ ধরনের কর্মকান্ড আরো দেখতে চায়। নবগঙ্গা নদীর দুই তীর তারা দখল মুক্ত দেখতে চায়।