দ্যা প্রোফেট অব্ ভায়োলেন্স—-হাবিবুর রহমান রিজু
#ঝিনাইদহের চোখঃ
উনিশশো আটষট্টি সাল, ছয় ডিসেম্বর
ধানগড়ার চেগামিয়া দিলো রণহুংকার
যদি মুক্ত না হয় শেখ মুজিবর
ভেঙে করে দেব সব চুরমার
স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এই দিবাকর
উদিত হয়েছিল আসামের ভাসানচর।
অন্যায় রোধে রুদ্র প্রতিবাদে
আর্তের আশার আলো জ্বালিয়ে
জাগ্রত জনতার কণ্ঠস্বর হয়ে
শোষনের ভিত গুঁড়িয়ে দিতে
শিকল ভাঙা গানের সুরে
যুগে যুগে তুমি আসবে ফিরে।
পলাশি থেকে রেস্কোর্স অগণিত প্রাণ
মৃত্যুর মিছিলে করেছে আত্ম দান
দিয়ে গেছে নতুন একটি দেশ
দুখু মিয়ার ‘দর্শন’ এই ‘বাংলাদেশ’
ইিতিহাস বিকৃতি বিবৃতি অশেষ
বন্দি বিবেক সত্য নিরুদ্দেশ।
অতীত রচনা রটনায় চাটুকার দল
আড়ালে কত কীর্তি কত হানিবল
লুট হয়েছে স্বাধীনতার ফল
পদ্মা মেঘনা তিস্তার জল
লুট হয়েছে জাতির ইতিহাস
মানচিত্র মাটি ও সাগর তল।
দুর্বল হাত পরে হাতকড়া
খলনায়ক গলা হামবড়া
অপরাধ যত দুর্বলের সব
পাপীরা নির্দোষ
হাঁকিয়ে পল্টনে নেই রবÑ
বজ্র নির্ঘোষ! খবরদার! খামোস !!