ঝিনাইদহ ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে আবর্জনার স্তুপ
#গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের প্রধান গেটের সামনে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার স্তুপে পরিনিত হলেও কারো মাথা ব্যাথ নেই।
কলেজের ছাত্র/ছাত্রীরা প্রতিদিন মুখে কাপড় দিয়ে যাতাযাত করতে নিদারুন অসুবিধা হচ্ছে যেমন অন্যদিকে পরিবেশ দুষন হচ্ছে এতে কারো কোন কথা নেই।
এবিষয়ে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ বিবেকানন্দ তরফদারের কাছে জানতে চাইলে তিনি বলেন এটা দীর্ঘ দিনের সমস্যা । অনেক চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয়নি। কার কাছে বলেছেন জানতে চাইলে তিনি বলেন নিজেদের মধ্যে আলোচনা করেছি তবে বিষয়টি নিয়ে বাজার কমিটির সাভাপতির সাথে কালকেই আলাপ করে কি করা যাই দেখছি।
এদিকে এলাকাবাসি বলছে একটা শিক্ষা প্রতিষ্টানের সামনে ময়লা আবর্জনা মোটেও কাম্য নয়। তারা মনে করছে জেলা প্রশাসকের সুদৃষ্টি পড়লে এর সমাধান হবে।