জমে উঠেছে ঝিনাইদহের বৈডাঙ্গার পশু হাট
#রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ
কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে ঝিনাইদহ সদর উপজেলার পশুহাট গুলা। সীমান্তে ভারতীয় গরু আমদানি না থাকায় এবার হাটগুলোতে দেশী গরুর আমদানি ও চাহিদাও বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে দেশী গরুর দামও।
ব্যবসায়ীরা বলছেন, অন্যতম বড় পশুর হাট হিসাবে পরিচিত ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা পশুহাটটি । সপ্তাহে একদিন মঙ্গল বার হাট হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীদের আগমন ঘটছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররাও আসছেন এ হাটে। দেশী গরুর চাহিদা বেশি হলেও দাম চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পাইকারি গরু কিনতে আসা নোয়াখালির ব্যবসায়ী আশরাফ মিয়া জানান, দেশী গরুর আমদানি বেশি হলেও দাম অনেকটাই বেশি। তার মতে, গত বছরের তুলনায় এবার শুরুতেই গরু প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা বেশি দামে কিনতে হচ্ছে।
তবে এবার কোরবানির ঈদে গরু বিক্রি করে খামারী ও চাষীরা লাভবান হবে বলে অনেকেই আশা প্রকাশ করেছেন।