ঝিনাইদহে অনৈতিক কাজে বাধা, মারপিট, ভাংচুর
#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে অসামাজিক কর্মকান্ডে বাধা দেওয়ায় বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি রহিমা খাতুন জানান, প্রতিবেশী প্রবাসির স্ত্রী দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকান্ড করে আসছিল। সোমবার রাত ১১ টার দিকে তার সাথে পাশ্ববর্তী গড়িয়ালা গ্রামের আছির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম অসামাজিক কর্মকান্ডের সময় রহিমা খাতুনের ছেলে আলমগীর ও ইমরান দেখে ফেলে এবং বাধা দেয়।
তর্ক বিতর্কের এক পর্যায় লম্পট আমিরুল দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় গড়িয়ালা ব্রিজের উপর পড়ে সে আহত হয়। এই খবর এলাকায় ছড়িয়ে গেলে লম্পট আমিরুলের স্বজন সেলিম, সাইদুল, আজাদ, জামালসহ বেশ কয়েকজন জোট বদ্ধ হয়ে ওই রাতেই রহিমার বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা রহিমাকে বেধড়ক মারপিট করে এবং ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ঘরে থাকা ল্যাপটপ ও আসবাবপত্র ভাংচুর করে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।