ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো হেব্বি গ্রুপ
#ঝিনাইদহের চোখঃ
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল হেব্বি গ্রুপ।
পবিত্র ঈদউল আযহা উপলক্ষে হেব্বি গ্রুপের আয়োজনে সুবিধাবঞ্চিত শতাধিক গরীব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শুক্রবার সকালে ঝিনাইদহের চান্দা কমিউনিটি হলে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে এ্যাডভোকেট ফারুখ ইমরান সভাপতি ও প্রধান অতিথি হিসেবে শাহীনুর আলম (লিটন) উপস্থিত থেকে উক্ত ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রুপের প্রধান জাহান খান লিমন এডমিন শোভন, অমিত, তুলি, তানিয়া ও জিল্লু সহ মডারেটর বর্গ এবং কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পলন করেন দুরন্তর পরিচালক ইন্জিঃ মিরাজ জামান রাজ। ঝিনুক টিভির সম্পাদক এম আর পলাশ, দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদ আল হাসান সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিহঙ্গ সাংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক জনাব শাহিনুর আলম লিটন বলেন, এটি অনেক বড় একটি মহৎ কাজ। এ রকম কাজ দেশে কমই আছে। লেখাপড়ার পাশাপাশি আমার ঝিনাইদহের হেব্বি গ্রুপের ছেলেরা সুবিধাবঞ্চিত এই শিশুদের নিয়ে যে কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমি তাদের এই মহৎ উদোগের সার্বিক সফলতা কামনা করছি। সেই সঙ্গে যারা এই কাজটি পরিচালনার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। সর্বোপরি, তাদের যেকোন সহযোগিতায় আমি সর্বক্ষণ পাশে আছি।
অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেছে এডভোকেট ফারুখ ইমরান।
ঝিনাইদহের আশ পাশের বিভিন্ন এলাকা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রি হিসাবে সেমাই, চিনি, কিচমিচ, সাবান, সুজি, তেল, ডাল, লবন ও দুধ বিতরন করা হয়।
সংগঠনের প্রধান জাহান খান লিমন বলেন প্রতিটি শিশুর হাতে যখন আমরা খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দিচ্ছিলাম তখন তাদের মুখে যে হাসি দেখেছি তা লক্ষ টাকা দিয়ে কেনা সম্ভব নয়। তাই সামর্থবান সকলের উচিত এসকল শিশুদের মুখে হাসি ফোটানের ব্যবস্থা করা।