কালীগঞ্জ

ঝিনাইদহের নববধূ তানিয়ার দুঃস্বপ্নের ঈদ

#ঝিনাইদহের চোখঃ

হাতের মেহেদীর রঙ না উঠতেই এলো বিবাহিত জীবনের প্রথম ঈদ। ঈদকে ঘিরে কতই না পরিকল্পনা ছিল তানিয়া-মনিরুল দম্পতির। কিন্তু সংসার জীবন কী- তা বুঝে উঠার আগেই একটি দুর্ঘটনায় সবকিছুই যেন দুঃস্বপ্ন হয়ে নেমে এলো নববধূ তানিয়ার জীবনে। সবকিছু এলোমেলো করে দিয়ে ঈদের আগের দিন রাতে (রোববার) বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তানিয়া খাতুনের স্বামী মনিরুল ইসলাম (২৩)।

ঘটনাটি ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের। নিহত মনিরুল ইসলাম ওই গ্রামের আইয়ুব হোসেনের ছোট ছেলে। মনিরুল পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের প্রতিবেশী আরিফ আহমেদ জনি জানান, ঈদের ১০ দিন আগে মনিরুলের সঙ্গে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসাদাহ এলাকার বদ্দিনাথপুর গ্রামের তানিয়া খাতুনের বিয়ে হয়। ঘটনার দিন রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে যায়। এ সময় মনিরুল ঘরের নষ্ট সুইচ বোর্ড মেরামতের কাজ শুরু করেন। কাজের এক পর্যায়ে বিদুৎ চলে আসলে বিদুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মনিরুল মারা যান। ঈদের দিন জোহর নামাজের পর জানাজা শেষে তাকে পাবিারিক কবরস্থানে দাফন করা হয়।

খবর পেয়ে ঈদের দিন সকালে নিহত মনিরুলের বাড়িতে ছুটে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button