পাঠকের কথা

জাগো বাঙালি—নিজাম জোয়ারদার বাবলু

#ঝিনাইদহের চোখঃ

আর ঘুম নয় কে কোথায় আছো
জাগো এবার জাগো
বসে অলস সময় কাটানো নয়
ডাকো সবাইকে ডাকো

মনে কি আছে এটা
মহা শোকের মাস
তবে বসে কেন সবে
মুখে পুরে ঘাস

এখনো শেষ হয়নি
বঙ্গবন্ধুর খুনিদের বিচার
রয়েছে ওই নরপশুরা
মহানন্দে, বাইরে খাঁচার

আইনি লড়াই লড়ে
ফিরিয়ে আনতে হবে দেশে
এ দাবিতে সোচ্চার হতে হবে
থাকলে চলবে না বসে

১৫ আগস্টের সেই
ভয়াল রাতের কথা
মনে পড়লেই কেঁপে ওঠে বুক
এলোমেলো হয়ে যায় মাথা

সেদিনের সেই ঘটনা ছিল
নেমক হারামদের পরিকল্পিত
নিষ্ঠুর নির্মম ঘৃণ্য আঘাত
আসুন একযোগে ওই হায়েনাদের
জানাই পদাঘাত

ওই পিশাচদের সমর্থনকারীদের
ভাষাতে, ওটা ছিল ভাগ্যের নির্মম পরিহাস
আসলে কি তাই????
নতুন প্রজন্মকে জানতে হবে
প্রকৃত ইতিহাস

সেদিনের খুনি ও ঘাপটি মেরে থাকা
সহযোগী যারা
খুঁজে বের করতে হবে
কারা এবং কোথায় তারা

এ ঘটনার সর্বশেষ জনকেও
তুলতে হবে বিচারের কাঠগড়ায়
আসুন এবারের ১৫ আগস্ট এ
সবাই আওয়াজ তুলি গলায়

অনেক হয়েছে কান্না
আর নয় ডর ভয়
এবার হতে হবে বজ্র কঠিন
বিচার না দেখে ঘরে ফেরা নয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button