সোহাগ আর ফিরবে না, পরিবারে চলছে শোকের মাতম (ভিডিও)
#ঝিনাইদহের চোখঃ
কলকাতার সেক্সপিয়ার সরণিতে সড়ক দুর্ঘটনায় নিহত কাজী মাইনুল আলম সোহাগ’র গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তার বাড়ি ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামে।
আজ সকাল দিকে এ্যাম্বুলেন্সে সোহাগ’র মরদেহ বাড়িতে এসে পৌঁছায়। তখন বাড়িতে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী, ভাই-বোনেরা কান্নায় ভেঙ্গে পড়ে। মরদেহ দেখতে এলাকাবাসী ভীড় করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। বেনাবেল স্থলবন্দর দিয়ে লাশ বাংলাদেশে আনা হয়।
তার চাচাতো ভাই কাজী জিহাদ লাশ গ্রহণ করেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এমন মর্মান্তিক মৃত্যুর জন্য গ্রেফতার হওয়া ঘাতক জাগুয়ার চালক আরসালান পারভেজ এর শাস্তির দাবি করে পরিবার।
চোঁখের সমস্যা নিয়ে গত বুধবার কলকাতার এ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাতে যান তিনি। আজ তার দেশে ফেরার কথা ছিল, ফিরলো ঠিকই কিন্তু লাশ হয়ে। সোহাগ গ্রামীন ফোনের ঢাকার মতিঝিল এলাকার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।