পাঠকের কথা
কলঙ্কিত মেঘ—-মুজিব রহমান
#ঝিনাইদহের চোখঃ
মেঘ আমায় ডেকে বলে
তোমার আকাশ দিলাম ঢেকে
আমি বলি কি হয়েছে তায়
তোমার দৌড় তো দশ দুয়ারে
বাতাস পেলেই ছুটে বেড়াও
জায়গা বদল নিত্য স্বভাব
সুযোগ বুঝে বৃষ্টি ঝড়াও
কাউকে হাসাও কাউকে কাঁদাও
সর্বজনে জানে সে সব।
সব দুয়ারে টোকা মারো
নিজের ছোঁয়া জাহির করো
রোদের আলোয় ছায়া ফেলো
ধীরে ধীরে মুখোশ খোলো
তোমার চাওয়ার গোপন তারে
মিছে ধ্বনি বাজাও সুরে
সবাই বোঝে, আমিও বুঝি
তুমি, মেঘ নামে কলঙ্কিনী।