ঝিনাইদহের ঐতিহাসিক সিদ্ধেশ্বরী মন্দিরের কমিটি গঠন
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের নলডাঙ্গা রাজ বংশের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সিদ্ধেশ্বরী মন্দীরের সকল কার্যাবলী সুষ্ঠু ভাবে পরিচালনা করবার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আনোয়ারুল আজিম আনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী আঃ মতিন (পাতা মিয়া),জেলা পরিষদ সদস্য অলিম্পিক হোসেন, নলডাঙ্গা পুলিশ ফাড়ীর আই সি আনোয়ার হোসেন, পুজা উদযাপন পরিষদের সদর উপজেলা সভাপতি বাবু বিনয় কৃষ্ণসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে বঙ্কিম মুখার্জি বঙ্কুকে সভাপতি অরুন মন্ডলকে সাধারন সম্পাদক এবং বিশ্বজিৎ কে সাংগঠনিক সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ৩ বছর মন্দিরের সকল কার্যাবলী পরিচালনা করবেন।