মহেশপুরের যাদবপুর কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলা মহেশপুরের যাদবপুর কলেজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমাণ। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য।
এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন। সম্ভবত আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই আমরা বৃক্ষরোপনে আগ্রহ বাড়ছে। দিনে দিনে এতে সম্পৃক্ত হচ্ছে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।
তবুও প্রয়োজন এবং চাহিদার কথা বিবেচনা করলে এটা কিছুই না। তারি ধারাবাহিকতায় যাদবপুর কলেজের শিক্ষকদের উদ্দ্যেগে কয়েক বছর ধরে আয়োজন করে আসছে এই বৃক্ষরোপনের কর্মসূচি।
এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, প্রভাষক মো: মমিনুর রহমান, প্রভাষক মো: আহাদ আলি, প্রভাষক আমিনুর ইসলাম বাবলু, প্রভাষক কামরুজ্জামান সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।