শৈলকুপা

শৈলকুপায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ

#মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের শৈলকুপায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) ১৫ থেকে ৪৫ ববছর বয়সী নিরক্ষর চিহ্নিতকরণের জন্য বেজলাইন সার্ভের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকবুল হোসেন, সহকারী কমিশনার(ভূমি) ইফতেখার ইউনুস, উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, বাস্তবায়নকারী সংস্থা এলাইভ এর প্রতিষ্ঠাতা মেহেদী মাসুদ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক শেখ মুহাম্মদ সুরুজ জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button