মহেশপুর

ইজিবাইক চালককে অজ্ঞান করে ইজি বাইক নিয়ে উধাও

#শামীম খাঁন, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের মাহতাব মালিতার পুত্র জাহিদুল ইসলাম। ইজিবাইক চালিয়ে ভালই চলছিল তার সংসার। কিন্ত কিছু দুষ্কৃতি লোক তার ভাল থাকতে দিলনা। কেড়ে নিল তার ও তার পরিবারের সুখ শান্তি।

জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ৩ সেপ্টম্বর সকালে বেরিয়েছিল ইজিবাইক নিয়ে। সন্ধার সময় ৩জন লোক তার ইজিবাইক ভাড়া করে, বারবাজার নামক স্থানে যাবার জন্য। বারবাজার নিয়ে গিয়ে কৌশলে তাকে কিছু খাওয়ায়। তবে কি খাওয়াই তা বলতে পারছেনা। তারপর কখন কিভাবে অজ্ঞান অবস্থায় জাহিদুলকে ফেলে ইজিবাইক, মোবাইল ও সাথে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।

কাহিনী তারপর: পরদিন সকাল ; কোন রকম হুশ ফিরলে লোকালয়ে আসলে, তার অবস্থা মাদক সেবনকারী মনে করে লোকজন পুলিশে দেয়। বারবাজার হাইওয়ে পুলিশ তাকে আটক করে এবং পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে মাদকসেবী মনে করে বেদম মারধর করে। অবস্থা বেগতিক দেখে পুলিশ বারবাজার গরিবশাহ ক্লিনিকে ভতি করেন। এদিকে জাহিদুলের সাথে বাড়ির যোগাযোগ নেই । তার মোবাইল সুইচ অফ। বাড়ির সকলে চিন্তায় আছে। সেখানে চিকিৎসারত অবস্থায় জাহিদুলকে দেখে এক পরিচিতজন । সে বাড়ি খরব দেয় এবং জাহিদুলের অবস্থার কথা বলেন। খবর পেয়ে বাড়ির লোকজন ৪ তারিখ সন্ধায় তাকে উদ্ধার করে নিয়ে আসেন। সে এখনো স্বাভাবিক হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button