ঝিনাইদহ সদরটপ লিড
ঝিনাইদহে ২৭৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত (ভিডিও-সহ)
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টার মধ্যে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলায় মোট ২৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। এখন ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকিদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আয়ুব আলী জানান, ২৪ ঘণ্টায় চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আগের চাইতে ডেঙ্গু রোগী কমতে শুরু করেছে।
এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে বেডে জায়গা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালের পরিবেশ অপরিষ্কার বলেও তাদের অভিযোগ।