মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মহেশপুর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মীর সুলতানুজ্জামান লিটন।
বুধবার এক জরুরি সভায় লিটন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী ময়জদ্দীন হামিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী মীর সুলতানুজ্জামান লিটনকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মাসুদ আহাম্মেদ সঞ্জুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতীক বরাদ্দের ৩ দিনের মাথায় লিটনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় উল্লসিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। আগামী ১৪ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।