শৈলকুপায় ১২১টি পূজা মণ্ডপ প্রস্তুত
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী ৪ অক্টোবর থেকে শুরু।
https://www.youtube.com/watch?v=LcY16iexgnI
এ উৎসবকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পূজা মণ্ডপগুলোতে প্রতিমা গড়ে তুলতে দিন-রাত কাজ করছেন শিল্পীরা।
এবার ঝিনাইদহ জেলায় ৪৩২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে শৈলকুপা উপজেলায় রয়েছে ১২১টি। উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোতে চলছে ব্যাপক সাজসজ্জা। ইতোমধ্যে বেশির ভাগ মণ্ডপে প্রথম মাটির কাজ শেষে এখন দ্বিতীয় দফার কাজ চলছে।সাধারণত প্রতিমা তৈরির সাজসজ্জার জিনিস ক্রয় করেন কারিগররা, যা তাদের মজুরীর ভেতর থাকে। একেকজন কারিগর ৫ থেকে ৬টি করে মন্দিরের প্রতিমা তৈরি করছেন।
মন্দিরভেদে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা করে নিচ্ছেন তারা। প্রতিমা তৈরির অন্যান্য উপাদান, মাটি, বাঁশ কিংবা অন্যান্য সামগ্রী সরবরাহ করে মন্দির কর্তৃপক্ষ। শৈলকুপা শহরের রামগোপাল মন্দির, নগরপাড়া দূর্গামন্দির, কবিরপুর সার্বজনীন দুর্গা মন্দির, বাবুবাড়ি দূর্গা মন্দির, মাঝিপাড়া দূর্গা মন্দিরের প্রতিমা শিল্পীরা জানান, মাটির কাজ শেষে শুরু হবে রং তুলির আঁচড়।
প্রতিমাগুলো মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন। এ বছর একেকজন ৪-৬টি মণ্ডপের প্রতিমা তৈরি করছেন। নির্ধারিত সময়ের আগেই প্রতিমার সকল কাজ শেষ হবে বলে আশা তাদের।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনদ কুমার সাহা জানান, এবার উপজেলায় ১২১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিমা তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে। তিনি আরো জানান, ইতোমধ্যে পূজাকে ঘিরে মন্দিরে মন্দিরে কমিটি গঠন করা হয়েছে। তারা নিয়মিত সার্বিক খোঁজ-খবর রাখছেন, যেন সুন্দর সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন হয়।
দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ তাদের উৎসব পালন করতে পারে সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।