ক্যাম্পাস

শেখ হাসিনা পদক পেলেন ইবি উপাচার্য

অনি আতিকুর রহমান, ঝিনাইদহের চোখঃ

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেখ হাসিনা সম্মাননা পদক- ২০১৯’ পেয়েছেন ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

https://www.youtube.com/watch?v=LcY16iexgnI

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে শনিবার ঢাকা প্রেসক্লাবের সেমিনার কক্ষে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ‘জনকল্যানে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভায় তাঁকে এ সম্মাননা পদক প্রদান করা হয়।

পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দিন মবুর সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খালেদা খানম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজা, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাহমুদ পলাশ।

প্রসঙ্গত, ড. আসকারী একাধারে অধ্যাপক, লেখক, কলামিস্ট, কথাসাহিত্যিক, সমালোচক, রাজনীতি বিশ্লেষক, শিক্ষাবিদ ও ইসলামী বিশ^বিদ্যালয়ের উপাচার্য। তিনি ১৯৬৫ সালের ১ জুন রংপুর জেলার মিঠাপুকুর থানার আসকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ড. রাশিদ আসকারী দুই যুগের বেশি সময় ধরে সৃজনশীল, মননশীল এবং গবেষণাধর্মী লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে তিনি সৃষ্টিশীল লেখালেখি এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ‘ঐতিহ্য’ স্বর্ণপদক ২০১৯ অর্জন করেছেন। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা ৮টি। এছাড়াও তিনি বাংলা ও ইংরেজি ভাষায় শতাধিক প্রবন্ধ-নিবন্ধ-কলাম রচনা করেছেন।

উল্লেখ্য, সাহিত্য, শিল্পকলা, সংগীত, সাংবাদিকতা, খেলাধুলা, শিক্ষা, গবেষণা ও সাংগঠনিক কাজে বিশেষ অবদানের জন্য ‘জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক’ প্রদান করা হয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button