হরিণাকুন্ডুতে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুÐু সরকারী বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার সকালে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের (১ থেকে ৭ সেপ্টেম্বর)উদ্বোধন করলেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হুসাইন ।
বালিকা বিদ্যালয় মিলনায়তনে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ এর সভাপতিত্বে উদ্বোধন সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক৷, ফলসী ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান , জোড়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা পলাশ , বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা সানাওয়াত , সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম মোত্তফা , স্বাস্থ্য কমপ্লেক্স সংস্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী , বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক , ছাত্র ছাত্রী। এসময় প্রধান অতিথি , বিশেষ অতিথি ও সভাপতি ছাত্র ছাত্রীদের কৃমি নাশক বড়ি মুখে তুলে দেন ।
এছাড়াও উপজেলার পাইলট মাধ্যমিক, প্রিয়নাথ মাধ্যমিক , শিশুকলী মাধ্যমিক, শ্রীপুর মাধ্যমিক , আন্দুলীয়া মাধ্যমিক বিদ্যালয়৷, হরিণাকুÐু মডেল প্রথমীক বিদ্যালয় সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমীক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী কৃমি নাশক বড়ি খাওয়ানো হয় ।