কোটচাঁদপুরে স্ত্রীর সাথে ঝগড়া, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর সাথে ঝগড়া করে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নয়ন (১৭) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন।
বুধবার (২অক্টোবর) রাত ১১ টার দিকে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নয়ন ওই গ্রামের লস্কার পাড়ার গোলাম লস্করের ছেলে এবং কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, নয়ন ও পৌর শহরের কাশিপুর গ্রামের মেয়ে পাপিয়া প্রেমের সর্ম্পক করে গত চার মাস পূর্বে বিয়ে করেনে। উভয়ের বয়স কম হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত।
বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় নয়ন তার স্ত্রীর ওপর রাগ করে বাড়ির পাশের রেল লাইনে যেয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়।
এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি নিয়ে রেল পুলিশ ব্যবস্থা নিবে।