হরিণাকুন্ডুতে আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে আশ্রয়ণ-২ প্রকল্পের অধিন জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় পৌরসভাধীন মান্দারতলা গ্রামে সুবিধাভোগীদের জন্য নির্মীত সেমি পাকা (শেখ হাসিনা) ঘর পরিদর্শন করলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন -২ প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ন সচিব মাহবুব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম , হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা , সহকারী কমিশনার (ভূমী) অনিমেষ বিস্বাস , আশ্রয়ণ প্রকল্প প্রকৌশুলি , হরিনাকন্ডু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, হরিণাকুন্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু , সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু ।
ঘর পরিদর্শনকালে প্রকল্প পরিচালক নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে সরকার নির্ধারিত বরাদ্দে টিনের ঘরের পরিবর্তে দূর্যোগ সহনীয় সেমিপাকা ঘর নীর্মানে সাধুবাদ যানান এসময় তিনি নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতাকে একই ভাবে ঘর নীর্মানের পরামর্শ দেন।
ঘর পাওয়া সুবিধাভোগী মন্জুরা খাতুন, আরজিনা খাতুন, আলেয়া খাতুন , দবির উদ্দীন , আইজাল হোসেন সহ বেশ কয়েকজন প্রকল্প পরিচালক কে বলেন ঘর পেয়ে আমরা খুব খুশি এরকম ঘর আমরা কোনদিন বানাতে পারতাম না, এ জীবনে আমরা খুব বৃষ্টিতে ভিজে রোদে পুড়েছি কষ্টের দিন শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি। সব শেষে তিনি জোড়াপুকুরিয়া গ্রামে বৃদ্ধাশ্রমের নীর্মান কাজ পরিদর্শন কালে আসহায় বৃদ্ধাদের সাথ মতবিনিময় করেন ।