ঝিনাইদহ ওয়ার্কার্স পার্টির সাঃ সঃ অরুন কুমারের বাড়িতে চাঁদার দাবীতে হামলা
সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমঃ অরুন কুমার ঘোষের বাড়িতে চাঁদার দাবীতে হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী বলে অভিযোগ উঠেছে ।
ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমঃ অরুন কুমার ঘোষ ঝিনাইদহ সদর থানায় এই মর্মে অভিযোগ করেছে যে ২৪ শে অক্টোবর রোজ বৃহস্পতি বার বিকাল ৩ টা ৩০ মিনিটের সময়ে ১২/১৪ জনের একটি দল রামদা, গাছিদা, ছোরা, মাছ কাটা বটি, বোমা সদৃশ্য বস্তু, লোহার রড সহ বিভিন্ন ধরনের আগ্নেয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়।
এই সময়ে আমার ছোট্ট ভাই বরুনের নাম ধরে অশ্রাব্য ভাষায় গালাগালি করে। আমি গালাগালি করতে নিষেধ করলে তারা আমার বাড়ি ঘিরে ফেলে আমাকে লাথি মেরে ঘরের মেঝেতে ফেলে দেয়। এই সময়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে না দিলে খুন করার হুমকি দেয়। ভাই বরুনের মারধর শুরু করে তখন আমি বাধ্য হয়ে ঘরে থাকা ৫০ হাজার টাকা দিয়ে দেই। এই সময়ে তারা ঘরের আসবার পত্র ভাংচুর করে ও বাড়ির গেট ভাঙ্গিয়া ফেলে। আমাদের চিৎকার চেঁচামেচিতে বাড়ির আশেপাশের লোক জন ছুটিয়া আসিলে তাহারা চলিয়া যায়।
এই ঘটনায় শুক্রবার সন্ধ্যার ঝিনাইদহ সদর থানায় অরুন কুমার একটি এজাহার দায়ের করে। তখন সদর থানায় অফিসার ইনচার্জ মঈন উদ্দিন ঘটনার তদন্ত করে আসামীদের গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এই ঘটনার তীব্র নিন্দা দাবী করে দোষীদের অবিলম্বে গ্রফতার করে উপযুক্ত শাস্তি দাবী করেছে ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। সেই সাথে তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা প্রদানের জন্য স্থানীয় প্রশাসনকে আহবান জানিয়েছে।