ঝিনাইদহে মাদক-বাল্যবিবাহ-আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে মাদক বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সরকারের এসডিজি বাস্তবায়নের লক্ষে নারিকেল বাড়ীয়া জেড, এ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সেসময় ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরীফা আক্তার।
এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষক, ইমাম, কাজী, ছাত্র-ছাত্রী, অভিভাবক সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে মাদক, বাল্য-বিবাহ এবং আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।