ঝিনাইদহের চোখঃ
আগামী ২ নভেম্বর শনিবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। যশোর শিক্ষাবোর্ডে এ বছর ২ হাজার ৬৯২ জন শিক্ষার্থী বেড়েছে।
এবাবের পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৩৮ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী। গত বছর (২০১৮) পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩৫ হাজার ৮২২ জন ছিল বলে নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, এবার ২ লাখ ৩৮ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৬৭৭ ছাত্র ও ১ লাখ ২৪ হাজার ৮৩৭ জন ছাত্রী। পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনায় ৩২ হাজার ১৯১ জন, বাগেরহাট জেলায় ১৯ হাজার ২৯২ জন, সাতক্ষীরা জেলায় ২৬ হাজার ৫৪ জন, কুষ্টিয়া জেলায় ৩৬ হাজার ৩৯৯ জন, চুয়াডাঙ্গা জেলায় ১৭ হাজার ৭১৯ জন, মেহেরপুর জেলায় ১২ হাজার ২৫ জন, যশোর জেলায় ৩৭ হাজার ১৮৪ জন, নড়াইল জেলায় ১২ হাজার ৫৭৬ জন, ঝিনাইদহ জেলায় ২৯ হাজার ৩৩৭ জন ও মাগুরা জেলায় ১৫ হাজার ৭৩৭ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর শিক্ষাবোর্ডে ২৮৩ পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা করে পরীক্ষা গ্রহণের সব ধরণের নির্দেশনা দেয়া হয়েছে। তারপরও পরীক্ষা সংশ্লিষ্ট কোন কর্মকর্তা-কর্মচারির উপযুক্ত প্রমাণ সহকারে অভিযোগ প্রমাণিত কঠোর ব্যবস্থা নেয়া হবে।