মো: রিয়াজ, ঝিনাইদহের চোখঃ
শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে শক্তিশালী করা জন্য ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা চাপরাইল গ্রামে প্রতিষ্ঠিত “বাঁচার জন্য সংগ্রাম লাইব্রেরী”।
লাইব্রেরী গড়ে তোলেন ঢাকা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ডা.রেজাউল ইসলাম।স্থাপিত করেন ১৯৯৯ সালে।
লাইব্রেরীটি সম্পর্ণ বেসরকারি ও অরাজনৈতিক। এখানে ১ম শ্রেণীর ক্লাস থেকে ইউনির্ভাসিটি শিক্ষার্থীরা পর্যন্ত পড়ালেখা করেন এবং সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত। এ ছাড়াও লাইব্রেরীটি দিন-রাত ২৪ ঘন্টা চালু থাকে,রাতে থাকার জন্য ব্যবস্থা আছে, বিভিন্ন কবি ও দার্শনিক দের বই আছে।
ড.রেজাউল করিম বলেন,” আমার লাইব্রেরী তৈরি উদ্দেশ্য ছিলো যে, আমাদের ছোট গ্রাম চাপরাইল, লাইব্রেরীতে পড়ালেখা করে প্রত্যেক শিক্ষার্থী তার নিজের ভবিষৎ গড়ে নেওয়া,আর আমি নিজেও গর্ববোধ করি যে আমার লাইব্রেরীতে পড়ালেখা বিভিন্ন শ্রেণীর চাকরী পেশা নিয়োজিত হয়ে আজ বাংলাদেশের সম্বৃ্দ্ধ গড়া লক্ষ্যে এগিয়ে যাচ্ছে”। তিনি আরও ২ টি লাইব্রেরী করে দিয়েছেন, (১) কল্যাণ লাইব্রেরী,চাপরাইল বাজার
(২) বাঁচার জন্য সংগ্রাম লাইব্রেরী-২,
বায়গ্রাম।