মহেশপুরে সাহিত্য পরিষদের শততম আসর অনুষ্ঠিত
মোঃ আজাদ, ঝিনাইদহের চোখঃ
গল্প কবিতা ছড়া পড়ি জীবনের জয়রথে চড়ি” এ শ্লোগান ঝিনাইদহের মহেশপুর উপজেলার বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি বিজড়িত হামিদ নগরের মছলৎ বাগে দুপুরে অনুষ্ঠিত হয়েছে মহেশপুর সাহিত্য পরিষদের শততম আসর।
উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ও পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিশু সাহিত্তিক দীপক সাহা,চঞ্চল শাহারিয়ার,কবি উত্তম চক্রবর্তী,লেখক মিতুল সাইফ, কবি ও আবৃত্তিকার মিঠু হাফিজ,কবি শিশির আজম,নয়ন বিশ্বস, তৌহিকুজ্জামান ডাবলু, কবি শেখ আলাউদ্দিন, পারভীন শশী, লিপি আহাম্মেদ, মহেশপুর সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মাতৃভাষা গণ গ্রস্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এমকে টুটুল, মহেশপুর সাহিত্য পরিষদের সমাজ সেবা সম্পাদক আরিফুজ্জামান বিপাশ,কবি ও চিত্র শিল্পী আবু জাফর বাবু,এ্যাডঃ সদরুদ্দীন,কবি প্রদীপ ব্যানার্জী,কবি মানোয়ার শান্তি,গীতিকার ও সুরকার গায়ক শান্তি মÐল,প্রভাষক মতিয়ার রহমান, কামাল রেজা, প্রভাষক আবুল কাশেম,জামাল উদ্দীন,আলোক চিত্র শিল্পী রাশেদ সারোয়ার প্রমুখ।