ঝিনাইদহ সদরটপ লিড
ডাকবাংলা বাজারে পথচারীরা বিপাকে
ওমর ফারুক, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের ডাকবাংলা ত্রিমোহনী অংশ থেকে ডাকবাংলা বাজার পর্যন্ত একটি ড্রেন রয়েছে ।
পথচারীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তার উপর দিয়ে চলাচলে দুর্ঘটনা ঘটতে পারে যে কোন সময়। তাই বেশীরভাগ পথচারী এই ড্রেনটির উপর দিয়েই চলাচল করে। বৃষ্টি হলে রাস্তার দুই পাশে পানি জমে থাকে। তাই দূর্ঘটনা এড়াতে সবাই এই ফুটপাতটি ব্যাবহার করে থাকেন। কিন্তু অনেকদিন ধরেই এই ড্রেনটি দখল করে অনেকেই তাদের ব্যাবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেনের উপরেই ফেলে রাখছেন সচল বৈদ্যুতিক তার, রাখছেন ট্রাক, বালু সহ আছে দোকানপাট। এই তারের উপর দিয়েই শিশু সহ পথচারীরা প্রতিনিয়তই চলাচল করছেন, ফলে যেকোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা।
দ্রুত এই ড্রেনটির উপর থেকে সকল স্থাপনা উচ্ছেদ করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।