জানা-অজানাঝিনাইদহ সদর
আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হচ্ছেন একরামুল হক লিকু
মাহাবুুব মোর্শেদ শাহিন, ঝিনাইদহের চোখঃ
লালন জন্মভুমি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর প্রাণকেন্দ্রে বিশ্বের সর্ববৃহৎ একতারা নির্মান অবদানের স্বীকৃতির জন্য একরামুল হক লিকু আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন ।
পশ্চিম বঙ্গের নদীয়াতে অনুষ্ঠিত ত্রিশতম লালন মেলায় বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব একরামুল হক লিকু-কে সম্মাননা প্রদান করা হবে।
আগামী ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গ লালন মেলা সমিতি, কদমখালী, লালনতীর্থ, আসাননগর- ভীমপুর, নদীয়াতে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করবে। জনাব একরামুল হক লিকুর অর্জন পৃথিবীর সংস্কৃতির মানচিত্রে লালনের জন্মভূমি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার প্রাণকেন্দ্রে লালন সড়কে “বিশ্বের সর্ববৃহৎ একতারা নির্মান।”
ঝিনাইদহের চোখ পরিবার একরামুল হক লিকুর এই অর্জনের জন্য প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছে।