মো: আজাদ, ঝিনাইদহের চোখঃ
রাতের অন্ধকারে ভারত সীমান্তের তার কাটার ব্যাড়া পার হয়ে বাংলঅদেশে আসার সময় ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির জলুলী ও বাঘাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা নারী,শিশুসহ ৫৭ জনকে আটক করেছে।
আটক কৃতদের মধ্যে ২১ জন নারী,২২ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে।
থানা সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোর রাতে মহেশপুর উপজেলার জলুলী সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় নারী, শিশুসহ ২৪ জনকে আটক করে জলুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা। একই সময় বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় নারী, শিশুসহ ৩৩ জনকে আটক করে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা।
আটক কৃতদের বাড়ী বাঘেরহাটের শরনখোলা,মোড়লগঞ্জ ও পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামে।
আটক কৃত মোড়লগঞ্জের মরিয়ম বেগম জানান,তারা দুই বছর আগে ভারতের বেঙ্গালোরে যায়। তারা বিভিন্ন বাসা বাড়ীতে কাজ করতো। এখন বাসার মালিকরা আর বাংলাদেশীদেরকে রাখতে চাচ্ছে না। তাই আমরা আমাদের দেশে চলে আসছিলাম।
মহেশপুর থানার সেকেট অফিসার অনিছুজ্জামান জানান, আটক কৃতদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।