বালিয়াডাঙ্গা মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে সংলাপ
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
বুধবার দুপুরে ঝিনাইদহের কালিচরনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের (এম.জে.এফ) সহযোগিতায় দিনব্যাপী অভিভাবকদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গা মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিবর্দি সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের সিজিবিভি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা।“জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প”প্রকল্প সম্পর্কে ধারনা পত্র পাঠ করেন মাঠ সহায়ক আসমা পারভীন।
অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রহমান, প্রশাসনিক ও অর্থ কর্মকর্তা মনিরুজ্জামান,এইড ফাউন্ডেশনের সিজিবিভি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষ, মাঠ সহায়ক পারভীন আক্তার, মাঠ সহায়ক আসমা পারভীন, জোনাকী খাতুন,স্কুলের অফিস সহকারী সাইফুল ইসলাম প্রমূখ। “জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মেকাবেলা প্রকল্প”র সংলাপ অনুষ্ঠানে কালিচরনপুর ইউনিয়নের বিদ্যালয়ের অভিভাবক সহ মহিলা,পুরুষ,ছাত্র-ছাত্রী,যুবক ব্যবসায়ী, শিক্ষক,সুশিল সমাজের প্রতিনিধি,জনপ্রতিনিধি,সমাজ কর্মি, উন্নয়ন কর্মি সহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সিজিবিভি প্রকল্পের প্রগ্রাম অফিসার বিষ্ণুপদ ঘোষ ও মাঠ সহায়ক আসমা পারভীন।