হরিণাকুন্ডুতে নবান্ন উৎসব
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পার ফলসী গ্রামের মিলন বাজারের নবান্ন উৎসবে লোকজ গ্রামীণ ঐতিহ্যের ঢল নেমেছে ।
এখানে প্রদর্শিত হচ্ছে ধান কাটা ধান ঝাড়া, ঐতিহ্যময় বিলুপ্তপ্রায় ঢেকিতে পিঠার গুড়া কুটা , শিতের রশ পেতে খেজুর গাছে চাচ দেওয়া , গ্রামবাংলার ঐতিহ্য লাঠিখেলা , হরেক রকমের শিতের পিঠার আয়োজন । উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে নবান্ন উৎসবের আলোচনায় প্রধান অতিথি প্রধান অতিথি ঝিনাইদহ জেলার সকল শ্রেণীপেশার মানুষের আভিভবক জেলা প্রশাসক সরোজ কুমার নাথ , বিশেষ অতিথি ছিলন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ-উজ-জামান , জেলা প্রশাসকের স্ত্রী শ্যামলী রানি নাথ , জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ রওশন আলী , উৎসবের অন্যতম আয়োজক উপজেলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শিলু ।
এছাড়াও হরিণাকযন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু , সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ । নবান্নের পর্যলোচনা শেষে এক মনোজ্ঞ গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষ্যতনামা বাউল রাসেল ও ঐসর্যের গওয়া গান উপস্থিত অতিথি ও দর্শকদের মন মাতায়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সার্বীক সঞ্চালনায় ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারাণ সম্পাদক আবু-সামঈদ টুনু ।